No Internet Connection !

চাঁদপুর জেলা পরিচিতি

প্রশ্ন: চাঁদপুর জেলা প্রতিষ্ঠিত হয় কবে? উ: ১৯৮৪ সালে।
প্রশ্ন: চাঁদপুর জেলার সীমানা কি? উ: চাঁদপুর জেলার সীমানা:

✅ উত্তরে: কুমিল্লা

✅ দক্ষিণে: নোয়াখালী ও লক্ষ্মীপুর

✅ পূর্বে: কুমিল্লা

✅ পশ্চিমে: শরীয়তপুর ও বরিশাল জেলা এবং মেঘনা নদী প্রবহমান


প্রশ্ন: চাঁদপুর জেলার আয়তন কত? উ: ১,৭৪০.৬ বর্গ কিলোমিটার।
প্রশ্ন: চাঁদপুর জেলার সাক্ষরতার আন্দোলনের নাম কি? উ: সুদীপ্ত চাঁদপুর।
প্রশ্ন: চাঁদপুর জেলার গ্রাম কতটি? উ: ১৩৬৫টি।
প্রশ্ন: চাঁদপুর জেলার কতটি ইউনিয়ন রয়েছে? উ: ৮৯টি।
প্রশ্ন: চাঁদপুর জেলার উপজেলা/থানা কতটি ও কি কি? উ: ৮টি। চাঁদপুর, মতলব দক্ষিণ, হাইমচর, হাজীগঞ্জ, কচুয়া, শাহরাস্তি, ফরিদগঞ্জ, মতলব উত্তর।
প্রশ্ন: চাঁদপুর জেলার পৌরসভা কতটি? উ: ৭টি। চাঁদপুর, হাজীগঞ্জ, কচুয়া, মতলব, ছেঙ্গারচর, শাহরাস্তি ও ফরিদগঞ্জ।
প্রশ্ন: চাঁদপুর জেলার শিল্প ও খনিজ সম্পদগুলো কি কি? উ: পাটকল, হিমাগার, লবণ শোধনাগার প্রভৃতি।
প্রশ্ন: চাঁদপুর জেলার নদ-নদী কি কি? উ: মেঘনা, ডাকাতিয়া ইত্যাদি।
প্রশ্ন: চাঁদপুর জেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলো কি কি? উ: হাজীগঞ্জ বড় মসজিদ, ভাসমান স্মৃতিস্তম্ভ অঙ্গীকার, নদী গবেষণা ইনস্টিটিউট।
প্রশ্ন: চাঁদপুর জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ কারা কারা? উ: মুনতাসীর মামুন (শিক্ষাবিদ), মিজানুর রহমান চৌধুরী (রাজনীতিবিদ, সাবেক প্রধানমন্ত্রী), কমরেড খালেকুজ্জামান (রাজনীতিবিদ), মেজর (অব) রফিকুল ইসলাম (মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ), মোহাম্মদ নাসির উদ্দিন (সওগাত পত্রিকার সম্পাদক), বোরহান উদ্দিন খান জাহাঙ্গীর (শিক্ষাবিদ), মহিউদ্দিন খান আলমগীর (রাজনীতিবিদ), ডা: দীপু মনি (রাজনীতিবিদ)।
তথ্যসূত্র: chandpur.gov.bd
top
Back
Home
Gsearch